Skip to main content

Posts

Showing posts from January, 2014

অবহেলার কুচিকিৎসা

  র বিউল শেখ, ধানঘর গ্রামের (পোস্ট: নিমতিতা, থানা: সামশেরগঞ্জ, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ) অত্যন্ত দরিদ্র পরিবারের ক্লাস থ্রিতে পড়া ৮ বছর বয়সী একটি ছেলে গত  19 ই নভেম্বর, 2013 তারিখে ডান কনুইতে একটি চিড় নিয়ে বহরমপুরের বিখ্যাত অর্থোপেডিক সার্জেন  ডাঃ অমিয় কুমার বেরার নিজস্ব নার্সিংহোম 'জীবন দীপ স্পেশাল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট  লিমিটেড'  (রেজি. নং - NH/S/34) - এ ভর্তি হয় ।    ছেলেকে সুস্থ করে তোলার তাগিদে দিনমজুর রবিউলের বাবা তোফিজুল শেখের সাথে ডাক্তার বেরার চুক্তি হয় যে তিনি রবিউলের হাতে অপারেশন করবেন এবং 2/3 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং এর জন্য  RSBY (রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা) কার্ড থেকে 26000 টাকা এবং নগদে 6000 মিলিয়ে সর্বমোট  31000 টাকা তাকে দিতে হবেI অনোন্যপায় রবিউলের বাবা শেষ পর্যন্ত তাতেই রাজি হয়ে যান ।     রবিউলের অপারেশনের পর ভারী রক্তক্ষরণ শুরু হয় এবং রবিউলের জীবন ঝুঁকির মুখে পড়ে। রবিউলের বাবা এবং মা বারবার নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্যদের হাতে পায়ে ধরলেও তারা ক...